কুয়াকাটা সৈকতে ব্লু মুন দেখতে ভিড় জমায় কয়েক হাজার পর্যটক-দর্শনার্থী। এ উপলক্ষে বুধবার শেষ বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা।
পর্যবেক্ষণ ক্যাম্প কুয়াকাটা সৈকতের অস্থায়ী মঞ্চে সচেতনতা এবং ব্লু মুন দেখার কলাকৌশলসহ প্রযুক্তিগত সহায়তা বিষয়ক এ সেমিনারের বক্তব্য দেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা পরিচালক অতিরিক্ত সচিব স্বপন কুমার রায়, অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর রহমান।
উন্নত এবং আধুনিক টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখতে সৈকতে ভিড় জমে কয়েক হাজার উৎসুক নর-নারীর। ব্লু মুন দেখার এ সুযোগকে হাতছাড়া করেনি কুয়াকাটায় আগত পর্যটকরা।
পটুয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় এমন উদ্যোগকে স্বাগত জানান উৎসুক মানুষ। ব্লু মুন দেখার এই কার্যক্রম চলে অনেক রাত অবধি। মাঘী পূর্ণিমার এই তিথীতে উদীত চন্দ্রগ্রহণসহ ব্লু মুন কিংবা সুপার মুন দেখার জীবনের মাত্র একটি বারের এই বিরল সুযোগ কেউ হাতছাড়া করতে চায়নি। তাই কুয়াকাটা সৈকতে বুধবারের ব্লু মুন দেখার উপভোগ্য পরিণত হয় উৎসবে।”
শিরোনামOther