৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ছাদ থেকে ক্রেনে নামানো হলো গরু!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০১৬

ছাদে পালিত গরু নামাতে ব্যবহার করা হলো ক্রেন। অবস্বাবিক মনে হলেও পাকিস্তানের করাচিতে একটি বাড়ির মালিককে এমন অভিনব উদ্যোগের আশ্রয় নিতে হয়েছে। খবর বিবিসির।

ওই বাড়ির বাসিন্দা এজাজ আহমেদ। তার ৪তলা বাড়ির চারপাশে অত্যন্ত ঘিঞ্জি এলাকা। প্রতিটি ভবনই বহুতল এবং গায়ে গায়ে লাগানো। এর মধ্যেই তার শখ হয় বাড়িতে গরু পালনের। যেই কথা, সেই কাজ। ফলে ২০১২ সালে তিনি একটি ষাঁড় এবং একটি গাভী কিনে আনেন। এগুলো তখন ছোট থাকায় চারতলার ছাদে ওঠাতে কোন সমস্যাই হয়নি।

কিন্তু চার বছর পর কয়েকদিন আগে যখন এজাজ আহমেদ সিদ্ধান্ত নেন তিনি আর গরু লালনপালন করবেন না, তখনই বাঁধে ঝামেলা। গরুগুলো মাটিতে নামানো হবে কিভাবে?

কারণ, গরুগুলো এত বড় হয়ে গেছে যে ওই ভবনের সংকীর্ণ সিঁড়ি দিয়ে তাদের নামানো অসম্ভব। কোনো উপায় না দেখে ৬০ ফুট লম্বা এক ক্রেন ভাড়া করেন। এরপর এই ক্রেন দিয়েই সরু গলির ভেতরে জড়ো হওয়া শত শত লোকের কৌতুহলী দৃষ্টির সামনে দড়িতে বেঁধে এক এক করে নামিয়ে আনা হলো গরুগুলো।

জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা এই ক্রেন দিয়ে গরু নামানোর কার্যক্রমের পর বলেছেন, “আমি জীবনে কখনো এরকম উদ্ধার অভিযানের কথা শুনিনি।”

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন