বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম হাসানসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, সকাল ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এতে বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আহত হন দলের পাঁচ নেতাকর্মী।
এ ঘটনার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বিএনপি নেতা মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা কামাল মল্লিক, ছাত্রদল নেতা জাহিদ হোসেন প্রমুখ।
ঝালকাঠি থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন, ‘শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিএনপি নেতাকর্মীদের চলে যেতে বলা হলেও তারা যাননি। তাই ব্যানারটি নিয়ে যাওয়া হয়েছে।’
Other