ঝালকাঠির নলছিটিতে ট্রাকভর্তি প্রায় আড়াই টন (৭০ মণ) জাটকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। জাটকাসহ আটক দুইজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলছিটি থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মারুফ আহম্মেদের নেতৃত্বে নলছিটি থানা পুলিশের একটি টিম দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই টন জাটকাসহ একটি ট্রাক উদ্ধার করে।
ওই সময় ট্রাকচালক মো. ইলিয়াস হোসেন ও হেলপার মো. মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ। রাতেই আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ গাজী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, জব্দকৃত মাছগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।’’
Other