১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীতে বিএনপি নেতাদের সাথে পুলিশের ধস্তাধস্তি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১০ ফেব্র“য়ারি) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভ মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এসময় ধাওয়া করলে বিএনপি নেতারা আইনজীবী সমিতির চত্বরে গিয়ে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসনকে সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ওয়াহিদ সরোয়ার কালাম প্রমুখ বক্তব্য দেন।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন