পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতার পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ ফেব্র“য়ারি) দুপুরে অভিযোগ পেয়ে ইউএনও নির্মাণাধীন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন।
সেই সাথে নির্মাণ সামগ্রী জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- উপজেলার ধানীসাফা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা সাফা বাজারের সুপারীহাটা সংলগ্ন চরের ২০০১ নম্বর দাগের কয়েক লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে নেন। এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।
এলাকাবাসী বিষয়টি বরিশাল বিভাগীয় কমিশনারকে অবহিত করলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ওই স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেন।
ইউএনও মি. সরফরাজ বরিশালটাইমসকে জানিয়েছেন, ‘‘অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাপনা ভেঙে দিয়ে নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ রয়েছে- আওয়ামী লীগ নেতা মাসুদ রানা ক্ষমতার প্রভাব খাটিয়ে নামে বেনামে একাধিক খাস জমি দখল করে ভবন নির্মাণ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বরিশালটাইমসকে বলেন, ‘পাকা স্থাপনার জন্য আবেদন করেছি’। এবং একাধিক ব্যক্তির কাছ থেকে ডিসিআর ক্রয় করে দোকান ঘর উত্তোলন করছি।”
শিরোনামOther