পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেট অনুযায়ী উত্তরপত্র পূরণ করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা তাদের বহিষ্কার করেন।
বহিস্কৃতদের মধ্যে এমরান শেখ ও সাগর উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়, মিরন শেখ ও মিরন খান উপজেলা শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় এবং অমিত মন্ডল উপজেলার দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেট অনুযায়ী উত্তরপত্র পূরণ করায় সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Other