বরগুনা শহরে আফরোজা পপি নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনার নলীমাইঠা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে বরগুনার নলীমাইঠা গ্রামের রাজ্জাক আকনের মেয়ে এবং নলীমাইঠা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
পুলিশ জানায়, পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করছিল পপি। রাত গভীর হওয়ায় স্বজনরা ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠে স্বজনরা পপির গলায় ফাঁস দেয়া দেখে চিৎকার শুরু করে।
পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
Other