বরগুনার পাথরঘাটায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. নিজাম হাওলাদারকে (৪৫) আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নিজাম হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষনা গ্রামের মৃত্যু আব্দুল হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বলেন, পিরোজপুর থেকে পাথরঘাটায় ইয়াবা ট্যাবলেটের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহীমের নেতৃত্বে উপজেলার মাদারতলী গ্রাম থেকে নিজাম হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে তার কাছে ২শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
আটককৃত নিজামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না খোঁজ নিয়ে দেখা হবে বলেও তিনি জানান।