বরগুনার পাথরঘাটায় চলতি দাখিল পরীক্ষায় অসধুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২ শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৮ ফেরুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে কৃষি বিষয় পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বরিশালটাইমসকে বলেন, অসধুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Other