প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবিতে বরিশাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটারিচালিত রিকশা প্রমিক মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে বরিশাল জেলা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক মালিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী, সহ-সভাপতি দুুলাল মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।’
Other