বরিশালে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় মহানগর ছাত্রদলের সভাপতিসহ ২০ দলীয় জোটের ৬ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোতয়ালি থানার পুলিশ অভিযুক্তদেরকে হাজির করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: আনিছুর রহমান তাদেরকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি খন্দকার আবুল হাসান লিমন, এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে ছাত্রদলকর্মী মো: অহিদুল ইসলাম রুবেল ওরফে চশমা রুবেল, ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সভাপতি মো: আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মাহফুজ রহমান, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি একেএম সাইফুল ইসলাম তালুকদার ও ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: আনোয়ার হোসেন রিপন।
এজাহার সূত্রে জানা গেছে- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২০ দলীয় জোটের ১ শত থেকে ১৫০ জন নেতাকর্মী ২০১৭ সালের ১৪ অক্টোবর সকাল ১০ টার সময় বরিশালের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির অফিসের সামনে থেকে লাঠিসোঠা নিয়ে সরকারবিরোধী শ্লোগান দিয়ে নগরীর সদর রোডের সরকারী ভাবে স্থাপিত অস্থায়ী ট্রাফিক আইল্যান্ডের পিলার ঠেলা দিয়ে ফেলে দেয় এবং পিলারের সাথে থাকা ছোট-ছোট বাঁশ ভেঙে রাস্তায় চলাচল রত গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে।
এ সময় পুলিশ বাধা দিলে তাদের দিকে তেরে আসে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় তার পরের দিন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো: সাইদুল হক বাদী হয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের ২৭ নেতাকর্মীকে নামধারী ও ৮০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে।”
শিরোনামOther