সমাবেশ আর বর্ণাঢ্য শোভযাত্রার মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে কর্মসূচির সূচনা করে নগর ও জেলা ছাত্রলীগ। বেলা ১১টায় এখানে সমাবেশ হয়।
এই সমাবেশে অতিথি হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সংগঠন আজকের ছাত্রলীগ। তিনি চেয়েছিলেন ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়েই সোনার বাংলা গড়তে।
জাতির জনকের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে চান সেখানে ছাত্রলীগের ভূমিকা অপরিহার্য। দেশের অগ্রগতির ক্ষেত্রে ছাত্রলীগ নেতা-কর্মীদের আরো অগ্রণী ভূমিকা পালনের অহবান করেন তিনি।
বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য সৈয়দ অনিচুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যেখানে নগর ও উপজেলা থেকে আসা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেয়।’
Other