বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:৫৮ অপরাহ্ণ, ০২ জানুয়ারি ২০১৮
বরিশালে গত এক মাসে আবীর দাস, আবু সালেহ্ এবং সাথী নামে তিন স্কুল শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকারীদের বিচার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বরিশাল জেলা বাসদের আয়োজনে আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হ্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।
বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রব্রতীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, বরিশাল দলিত পরিষদের সভাপতি জীবন রবি দাস এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি সন্তু মিত্র প্রমুখ।
এখানে বক্তরা বলেন- সারাদেশে হত্যা, ধর্ষণ, গুমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধের সুষ্ঠু সমাধান হচ্ছে না। এরফলে একের পর এক অপরাধ সংগঠিত হচ্ছে।
গত এক মাসে বরিশালে তিন মেধাবী ছাত্র ও ছাত্রীর হত্যার শিকার হয়েছে। এসব হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।