বরিশাল শহরের রসুলপুর কলোনী অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে শহরের ৯ নম্বার ওয়ার্ডে এই অভিযান করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি।
আটকরা হচ্ছেন- ওই এলাকার মাদক বিক্রেতা হিসেবে পরিচিত কমলা ও তার স্বামী জসিম সরদার। তাদের মধ্যে জসিম সরদার একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়নাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বাসা থেকে বস্তাভর্তি এক কেজি গাঁজা উদ্ধার করেন।
এই ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
Other