বরিশাল নগরীতে জাহিদুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৭ জানুয়ারি) রাতে শহরের ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারী স্থানীয় আবুল কালামের ছেলে সজিবকে এক যুবককে আটক করেছে।
হামলার শিকার জাহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল মতিন হাওলাদারের ছেলে। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আহত জাহিদুল ইসলামের ভাই মনির হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- জাহিদ কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। ওই সময় স্থানীয় রাজ বাবুলের বাসার সম্মুখে সজিবসহ আরও ৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তার ওপরে হামলা চালিয়েছে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। ওই সময় রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওহাব বরিশালটাইমসকে জানিয়েছেন- ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারী সজিবকে আটক করেছেন। এখন পলাতকদের আটকে কাজ করছেন। সেই সাথে এই ঘটনায় একটি মামলারও প্রস্তুতি নিয়েছেন।
Other