বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক হয়েছেন।
আটকরা হলেন- উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মো. কাঞ্চন আলী ফকিরের ছেলে মো. ফারুক হোসেন মরুন ফকির (৩০), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তুলাগাঁও গ্রামের মৃত নবী মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫) এবং বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে মো. আলামিন হাওলাদার (২৮)।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ অফিস সূত্র জানায়- বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন শহরের দক্ষিণ চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসেন মরুন ফকির ও মো. সাদ্দাম হোসেনকে আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রায় একই সময়ে ডিবি পুলিশের অপর উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ০৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫ নম্বর রামকাঠি ওয়ার্ডের আনন্দ বাজার খেয়াঘাট এলাকা থেকে মো. আলামিন হাওলাদারকে ৪০০ (চারশত) ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এই দুটি ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’’
শিরোনামOther