স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও চিফ হুইপ আসম ফিরোজ রবিবার বেলা ১১টায় যৌথ ভাবে বাউফল মডেল থানার নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাউফল ও জেলা পুলিশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। মডেল থানা সাজানো হয়েছে অপরূপ সাজে। অলোক সজ্জা করা হয়েছে গোটা ৪তলা ভবনসহ বাউন্ডারী ওয়াল ও গাছগাছালিতে। জেলা পুলিশের পক্ষ থেকে সড়কের দুইপাশে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ও প্লেকার্ড লাগানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা পদক্ষেপ নয়া হয়েছে।
সড়কের বিভিন্ন জায়গায় তাঁর আগমনকে স্বাগতম জানিয়ে বশে কয়েকটি সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে বাউফল পাবলিক মাঠে অবতরণ করবেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে অভিনন্দন জানাবেন।
বাউফল মডেল থানার (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ যৌথ ভাবে নবনির্মিত বাউফল মডেল থানা ভবনের উদ্বোধন করবেন এবং থানা চত্বরে আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর নিয়ে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এমপি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাউফল আগমনকে স্বাগত জানিয়েছেন। এ ছাড়াও তিনি সাংবাদিকদে মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বগা পুলিশ তদন্ত কেন্দ্র, কালিশুরী পুলিশ ফাঁড়ি ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির নিজস্ব ভবন নির্মাণসহ পুলিশের জন্য একটি পিক আপ ভ্যান ও নৌ পুলিশের জন্য একটি দ্রুত যানের ব্যবস্থা করার আহবান জানিয়েছেন।’
Other