ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মো. হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হচ্ছেন- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব সুলতানী গ্রামের জুয়েল ব্যাপারী, রহমত উল্ল্যাহ এবং মো. ইমন।
পেটি অফিসার মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে বলেন, গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল সকাল ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর এলাকার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে জেলেদের নৌকায় ডাকাতি করে আসছিলেন। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।’
শিরোনামOther