সোনালী একটি স্বপ্ন দেখতে
বাবা ঘুমিয়ে যায়,
ছোট্র একটি চাঁদের টুকরো
মা কোলে তুলে নেয়্।
খোকা যখন হাটি হাটি পা-পা করে
চাঁদটি বড় হয়,
সোনামুখটির জন্য বাড়ির সবাই
সদা ব্যাস্ত রয়।
বছর চার হলে পরে খোকা যায়
ইংলিশ মিডিয়াম স্বুলে,
খোকা হবে জজ বারিস্টার
সম্মান জাতি কুলে।
বাবা রাখেনা ছেলের খবর
মা স্বেচ্ছাচারী,
সঙ্গ দোষে ধরছে খোকা
জঙ্গীবাদের সিড়ি।
বিদ্যালয়ের ক্লাশ পালিয়ে
জঙ্গী ট্রেনিং নেয়
অস্ত্র হাতে হলিআর্টিজানে
হত্যা করতে যায়।
বিভৎস হত্যা যজ্ঞে
খোকা মেতে রয়
থান্ডার বোল্টের আঘাতে
তার জীবন চলে যায়।,
এমনি করিয়া খোকার জীবনে
আসিল মহাকাল রাত
জীবন খাতার হিসেব মিলাতে
মা-বাবার কপালে হাত।
আসুন আমরা খোকাখুকিদের
হৃদয়ের কথা বুঝি
লাল-সবুজের নিশান থেকে
জঙ্গীবাদকে ঘুচি।
সাহিত্য