২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শেখ মুজিব, বাংলার মৃত্যুঞ্জয়ী নেতা: জাফর ইকবাল রাসেল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৫ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০২৩

হে ঘুমন্ত পিতা,
চিরনিদ্রায় তুমি এখন কেমন আছো?
অজানা দেশে পাথর চোখে কি স্বপ্ন দেখ?
তুমি কি এখনো ধানসিঁড়ির তীরে বেড়াতে আসো?
তোমার বজ্রকণ্ঠ আমরা আজো শুনি-
পদ্মার তীরে, লাখ মানুষের ভিড়ে,
আজো বেঁচে আছো তুমি সবার হৃদয়ে।

পিতা, ক্ষমা করো আমায়
তোমার স্বপ্নকে আমি ছুঁয়ে দেখতে পারিনি
তোমার ছবি বাঁধিয়ে রেখেছি হৃদয়ে
আমি নেতা হতে পারিনি
দাঁড়িয়ে থাকি নেতাদের পিছনে
দরপত্র ছাড়া, কম্বলবিহীন;
অচেনা পাথরের এই শহরে।

পিতা, তোমার রূপসী বাংলা এখন নতুন রূপে,
তবে, কম্বল চোরেরা এখনো আছে সদর্পে,
মুক্তিরা অনেকেই বেঁচে আছে লাজুক চোখে-
অস্ত্রসহ যুদ্ধের ট্রেনিং জমা দিয়েছে অনেক আগেই।
জিন্না-টুপিওয়ালাদের এখনো পাওয়া যায়
মার্কিনীরা এখনো তাদের চালায়
অস্ত্রবিহীন আমরা যুদ্ধ করে চলেছি
তোমার স্বপ্নের লাল সবুজের জন্য
তুমি এসে দেখে যাও, ক্ষুধা নেই এখানে
টুপির চেয়ে শস্য এখন অনেক বেশি,
অপুষ্ট গ্রামে মেঠোপথ নেই বললেই চলে,
চিঠি, টেলিগ্রাম, ডাকপিয়ন আর নেই,
বিজলীর আলোতে তোমার রূপসী আলোকিত
নদী পারাপারে এখন আমরা ভিক্ষা করি না,
পদ্মা, যমুনা, মেঘনা পাড়ি দেই নিমেষেই,
উড়ালসেতুতে দাঁড়িয়ে অন্যরকম অনুভূতি হয়,
নিজেকে আর ক্ষুদ্র লাগে না নক্ষত্রের কাছে
দুঃখ শুধু তুমি দেখলে না কিছুই।

এখন আমি কবিতা লিখি ভালোবাসার
তোমার মতো তর্জনী উঁচিয়ে বলতে ইচ্ছে হয় –
কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।
কি সুন্দর সেই কথা, হৃদয়ে গাঁথা,
জয় বাংলা, জয় মুক্তির পিতা,
বাংলার মৃত্যুঞ্জয়ী নেতা।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন