পিরোজপুর মঠবাড়িয়ায় পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ মিছিল করার সময় শহরের বহেরাতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও যুবদল কর্মী মো. রাসেল। এছাড়া গতকাল শুক্রবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি খায়রুল আলম পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, দলীয় নেতা তর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে শহরের বহেরাতলা পথসভা করেন। এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে তাদের আটক করে।”
Other