বরিশালের উজিরপুর উপজেলায় স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অপরাধে ফিরোজ হোসেন নামে এক যুবলীগ কর্মীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারের বিচারাধীন আদালত এই রায় ঘোষণা করেন।
এছাড়া বিচার কার্যক্রম চলাকালে যুবলীগ কর্মীর শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত যুবলীগ কর্মী ফিরোজ হোসেন পৌরশহরের বাসিন্দা আব্দুর রব মিয়ার ছেলে ও উপজেলা চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রক বলে জানিয়েছেন ওই উপজেলার একাধিক সংবাদকর্মী।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানিয়েছেন- উপজেলার শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে ফিরোজ হোসেন উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ সোমবার বিকেলে ওই ছাত্রীকে উপজেলা পরিষদ চত্ত্বরে বসে তিনি কু-প্রস্তাব দেন। এই ঘটনায় পৌরশহরের বাসিন্দা ওই শিক্ষার্থী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এতে ক্ষুব্ধ ফিরোজ সহযোগীদের নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে পরিজনদের গালিগালাস করেন।
খবর পেয়ে থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন ও ইয়ার হোসেন অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
ওই সময় তার শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।’’
শিরোনামOther