মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে সংক্রমণের কারণে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানায়, বুকে সংক্রমণের ফলে সৃষ্ট কাশির জন্য ৯২ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে আরও কয়েক দিন চিকিৎসা দেওয়াসহ বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
কেবল পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন বলেও জানায় হাসপাতাল সূত্র। দ্যা ডেইলি স্টার ও স্ট্রেইট টাইমস এক খবরে জানিয়েছে, সাবেক এ প্রধানমন্ত্রীর মেয়ে মারিনা মাহাথির গতকাল শনিবার বাবাকে হাসপাতালে দেখে এসে টুইট করেন। হাসপাতালে বাবাস সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, `সকালে বাবাকে দেখে এলাম। তিনি ভালো আছেন। তার বিশ্রামের প্রয়োজন রয়েছে।
তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন।’ এর আগে ১৯৮৯ ও ২০০৭ সালে তার দুদফা বাইপাস সার্জারি করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রতি রুষ্ট হয়ে গত মাসে আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ঘোষণা দেন ৯২ বছর বয়সী এ রাজনীতিবিদ। ২২ বছর ক্ষমতায় থাকা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ যদি আগামী নির্বাচনে জয়ী হন, তা হলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী।
Other