২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অবৈধভাবে বালু উত্তোলন, বরিশালে তিন জনের জেল-জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার কীর্তণখোলা নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু ব্যক্তি। তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতে-নাতে মিজানুর রহমান, মনির হোসেন, হাসান নামের ৩ জনকে নৌ-পুলিশের সহযোগিতায় আটক করা হয়। পরে তাদের মধ্যে শ্রমিক মিজানুর রহমান ও মনির হোসেনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ম্যানেজার হাসানকে একই মেয়াদে কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন