২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আবাসিক হোটেলে আসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৮ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে এ দণ্ড দেন আদমদীঘির ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়। এর আগে রোববার রাতে সান্তাহার স্টেশন রোডের মুন আবাসিক বোর্ডিং থেকে ওই তিনজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুন আবাসিক বোর্ডিংয়ের নওগাঁর বদলগাছী উপজেলার শোয়াসা গ্রামের চয়েন উদ্দিনেরে ছেলে বাবু, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের নূরনবী মিয়ার ছেলে নীরব ইসলাম ও নওগাঁর মান্দা উপজেলার বলিহার গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের মেয়ে শামীমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক বাবু ও নীরবকে সাতদিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শামীমাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন