২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর-গুলিবর্ষণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের দু’টি নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজুল তলা ও সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন পূর্বপাড়ায় এ ঘটনা ঘটলেও হামলার সময় নির্বাচন কার্যালয়ে কোনো নেতাকর্মী ছিলেন না। তাই এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি ছুড়েছে আততায়ীরা। খবর পেয়ে রাতেই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের নেতৃত্বে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে নানা দিক খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। আর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি।

পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার)।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন