২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনাভাইরাস: কঠোর লকডাউন আরও বাড়ানোর সুপারিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২১

করোনাভাইরাস: কঠোর লকডাউন আরও বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার (৩০ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি ক্যাবিনেটে (Corona) করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।’

‘আজ আবার গণমাধ্যমে দেখলাম শিল্পকারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়বে।’

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘যদি রোগীর উৎপাদনস্থল চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সংক্রমণ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে হাসপাতালেও জায়গা দেয়া সম্ভব হবে না। এটাও একটা সীমাবদ্ধতা।’

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় ১৪ দিনে কঠোর লকডাউন।যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন