২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কাঁঠালিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৬ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০১৯

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম চেচরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগমের (৪৫) তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম জোমাদ্দার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম চেচরী গ্রামের কৃষক শহিদুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ অবস্থায় তিনি সম্প্রতি আরেকটি বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হওয়ায় প্রথম স্ত্রী পারভীন বেগমের সঙ্গে বুধবার বেলা ১২টার দিকে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নিহতের উঁরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে কলোহ লেগেই থাকতো। কয়েক দিন ধরেই শুনছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন