২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঘাস বিক্রি করে চলে সাদেক আলীর সংসার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:১৮ অপরাহ্ণ, ০৮ জুন ২০২৩

ঘাস বিক্রি করে চলে সাদেক আলীর সংসার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দরিদ্র কৃষক সাদেক আলী ঘাস বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন। উপজেলার জি. কে সেচ প্রকল্পের চন্ডিপুর গ্রামে ক্যানালপাড়ে এক খণ্ড জমির ওপর সাদেক আলীর বসবাস। ভূমিহীন এ কৃষকের সংসারের সদস্য সংখ্যা ৭ জন। ৪ মেয়ে, ১ ছেলে ও স্ত্রীকে নিয়ে কোনো মতে জীবন যাপন করছেন তিনি।

স্থানীয় এক সমিতি থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন সাদেক আলী। চন্ডিপুর মাঠের বিভিন্ন কৃষকের কাছ থেকে কাঁঠালের পাতা ঘাস ও কামউন কিনে ভেড়ামারা শহরের ডাকবাংলোর সামনে তা বিক্রি করেন।

এতে প্রতিদিন তিনি ৫-৬ শ টাকার ঘাস বিক্রি করেন। তাতে আয় হয় দেড়শ থেকে ২শ টাকা। তা দিয়ে তিনি হাট বাজার করে বাড়ি ফেরেন আর বাকী টাকা কিস্তির জন্য জমান।

সাদেক আলী বলেন, আমি ছাড়া সংসারে হাল ধরার মতো কেউ নেই। খেয়ে না খেয়ে ৩ মেয়েকে বিয়ে দিয়েছি। টাকার অভাবে একমাত্র ছেলে বাবু আলীকে অষ্টম শ্রেণি পাস করাতে পারিনি। বাবুকে নিয়ে এখন জমি থেকে ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করি। ঘাস বিক্রি করে সংসার তেমন না চললেও, এখন আর না খেয়ে থাকতে হয় না।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন