১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০১৯

জিম্বাবেুয়ের প্রথম স্বাধীনতা উত্তর নেতা রবার্ট মুগাবে আর নেই। শুক্রবার তার পরিবার বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘদিন নানা রোগের সঙ্গে যুদ্ধ করে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জিম্বাবুয়ের শিক্ষা সচিব ফাদাজায়ি মাহেরি মুগাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, রবার্ট মুগাবে।’

রবার্ট মুগাবে ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার দীর্ঘ তিন দশকের শাসন ক্ষমতা হারান।

রবার্ট মুগাবে তৎকালীন রোদেশিয়া সরকারের সমালোচনা করার জন্য ১৯৬৪ সাল থেকে ১ দশকেরও বেশি সময় কারাবাস করেন। ১৯৭৩ সালে কারাগারে থাকা অবস্থায়ই আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন (জেডএএনইউ) এর পক্ষ থেকে মুগাবেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।  এ দলটির তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন