২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ডিভোর্সপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে অপহরণ, অত:পর…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রিয়া আক্তার (৭) নামে একটি শিশুকে অপহরণ হওয়ার ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) বেলা ১০টায় উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেজকী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

রিয়া আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কালাম ঘরামীর কন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে- গত শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রিয়ার বড় বোনের সাবেক স্বামী রাসেল রিয়াকে বাড়ির সামনে থেকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। কিন্তু শিশুটিকে অপহরণের পর রাসেল মোবাইলে ফোন করে তার পরিবারকে জানান ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী  অর্থাৎ রিয়ার খালা কেয়াকে তার সঙ্গে আবার বিয়ে না দিলে তিনি রিয়াকে ফেরত দিবে না।’

এ ঘটনার পরদিন রিয়ার মা লাইলী আক্তার বাদী হয়ে রাসেলকে আসামি করে মঠবাড়িয়া থানায় অপহরণ মামলা করেন।

সোমবার সকালে মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রিয়াকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারী রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াকে রেখে পালিয়ে যেতে সক্ষম হন।”

পিরোজপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বরিশালটাইমসকে বলেন, শিশুটিকে অপহরণের পর রাসেলের মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান চালানো হয়। এই ঘটনায় রাসেলকেও গ্রেফতারে জোরতর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন