২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুপুর পর্যন্ত ভোট পড়েনি একটিও!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৪ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৯টি বুথের মধ্যে দুটি বুথে ১টিও ভোট পড়েনি।

তিনি বলেন, ভোটারদের অপেক্ষায় আছেন বুথের দায়িত্বে থাকা পোলিং অফিসাররা। তবে ওই সেন্টারের ৯টি বুথে ২ হাজার ৯৯৭ ভোটারের মধ্যে ২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রের ৩নং ও ৯নং বুথে ১টিও ভোট পড়েনি।

শহরের পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মাজহারুল মজিদ জানান, তিন হাজার ৩৯০ ভোটের মধ্যে ৬২ ভোট পড়েছে।

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত তিন হাজার ৫৮৫ ভোটের মধ্যে ১২৮টি ভোট পড়ে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়ও ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ ভোট নিয়ে ভোটারদের তেমন আগ্রহ নেই।

ক্যাপশন ভোটারশূন্য মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন