২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর, থানায় অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৩ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৮

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন।

এর আগে বিকেলে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দালালটারী এলাকায় ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় ভ্যানচালক রাজু মিয়া বিএনপির লালমনিরহাট-১ আসনের প্রার্থী হাসান রাজীব প্রধানের ধানের শীষ প্রতীকের প্রচার মাইক নিয়ে গড্ডিমারী এলাকায় যায়।

এ সময় ওই ইউনিয়নের দালালটারী এলাকায় নৌকা প্রতীকের সমর্থক মিজান তার সহযোগিদের নিয়ে ধানের শীষের প্রচার মাইকসহ ভ্যানচালকের সাথে থাকা মোবাইল ফোন ভাঙচুর করে।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলটির নিবার্চন পরিচালনা কমিটির সমন্বয়ক মোশারফ হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও হাতীবান্ধা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে হাতীবান্ধা থানা ওসি ওমর ফারুক বলেন, শুক্রবার বিকেলের দিকে ওই এলাকায় বিএনপি প্রার্থীর একটি প্রচার মাইক ও একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন।

এর আগে বিকেলে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দালালটারী এলাকায় ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় ভ্যানচালক রাজু মিয়া বিএনপির লালমনিরহাট-১ আসনের প্রার্থী হাসান রাজীব প্রধানের ধানের শীষ প্রতীকের প্রচার মাইক নিয়ে গড্ডিমারী এলাকায় যায়।

এ সময় ওই ইউনিয়নের দালালটারী এলাকায় নৌকা প্রতীকের সমর্থক মিজান তার সহযোগিদের নিয়ে ধানের শীষের প্রচার মাইকসহ ভ্যানচালকের সাথে থাকা মোবাইল ফোন ভাঙচুর করে।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলটির নিবার্চন পরিচালনা কমিটির সমন্বয়ক মোশারফ হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও হাতীবান্ধা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে হাতীবান্ধা থানা ওসি ওমর ফারুক বলেন, শুক্রবার বিকেলের দিকে ওই এলাকায় বিএনপি প্রার্থীর একটি প্রচার মাইক ও একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন