২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পাউবোর কার্যসহকারী কবির এখন কোটি টাকার মালিক!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৮ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কক্সবাজার জেলায় কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী হুমায়ুন কবির সম্পদের পাহাড় গড়েছেন বরিশালে। তিনি এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার বিরুদ্ধে গত ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন বরিশাল শাখায় অভিযোগে দিয়েছেন তার এসব কাজের প্রত্যক্ষদর্শী গোলাম সরোয়ার নামে এক ব্যক্তি।

অভিযোগে জানা যায়, হুমায়ুন কবিরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে। তিনি অত্যন্ত দ্ররিদ্র পরিবারের সন্তান। তারা চার ভাইয়ের মধ্যে অন্যান্য তিন ভাই দিন মজুরের কাজ করেন। কবির পানি উন্নয়র বোর্ডে সামান্য বেতনে কার্যসহকারীর চাকুরী করেন। কিন্তু তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।

বর্তমানে বরিশাল সদর জেএল ৫৬ নম্বর রুপাতলী মৌজায় এসএ ৪৭৯৮ খতিয়ানে ১০ শতাংশ জমি, (দলিল নম্বর-৬৭৬৯), বরিশাল সদর জেএল ৬৮ নম্বর দক্ষিণ চরআইচা মৌজায় ৩১৭ নম্বর খতিয়ানে ০৫ শতাংশ জমি ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেএল ১২৯ নম্বর পূর্ব চর দপদপিয়া মৌজায় ১৭.২৫ খতিয়ানে ০৫ শতাংশ জমি (দলিল নম্বর- ১৬৬৭) তার নিজ নামে সাব কবলা করেন। তার নিজ গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ২০ নম্বর রঘুনাথপুর মৌজায় এসএ ৮০৬,২৮৫ খতিয়ানে ৪৬ শতাংশ জমি (দলিল নম্বর- ৪৮৮৩) একই মৌজায় এসএ ৪৩০ নম্বর খতিয়ানে ১০ শতাংশ জমি (দলিল নম্বর- ১১৫৭) এসএ ২৯০ নম্বর খতিয়ানে ২০ শতাংশ জমি (দলিল নম্বর- ২৮৩৭), এসএ ৪৯২ নম্বর খতিয়ানে দাতা আজাহার মৃধার কাছ হতে ১০ শতাংশ জমি সহ নিজ নামে সর্বমোট ১০১ শতাংশ জমি সাব কবলা করেন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

এছাড়াও হুমায়ুন কবির বরিশাল ধান গবেষণা রোডে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে ৫ শতাংশ জমির ওপর ৬ তলা ফাউন্ডেশনের ৪ তলা বিল্ডিং নির্মাণ করেন। বর্তমানে তার সম্পদের মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা। যা তার পেশাগত আয়ের সাথে মোটেই সংগতিপূর্ণ নয়।

অভিযোগকারী গোলাম সরোয়ার দুর্নীতি দমন কমিশন বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালকের কাছে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন জানিয়েছেন।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন