২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে অপরহণের ৬ মাস পরে শিশু উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৩ পূর্বাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

অপহরণের ৬ মাস পর উদ্ধার হয়েছে মাদ্রাসাছাত্র রায়হান (১০)। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকা থেকে গত বছরের ২৬ আগষ্ট দুপরে অপহৃত রায়হানকে পার্শবর্তী রাজাপুর উপজেলার বলাই বাড়ি নামক স্থান উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাত হোসেন রায়হানকে উদ্ধারের তথ্যটি বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

অপহৃত রায়হান ভান্ডারিয়া উপজেলার মো. হানিফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় পিরোজপুর জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন হানিফ হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের হানিফ হাওলাদারের দশ বছরের ছেলে রায়হান পার্শবর্তী উপজেলার নানা বাড়ী থেকে গত বছরের ২৬ আগষ্ট দুপরে বাড়ীতে ফেরার পথে নিখোঁজ হয়।

তার দাবি জামিরতলা এলাকার শুভেচ্ছা বেকারীর কাছে পৌঁছলে ওই গ্রামের কিসলু হাওলাদার ও তার ছেলে সায়েদ হাওলাদার, রশিদ হাওলাদার এর ছেলে ওয়ালি হোসেনসহ ৪ ব্যক্তি মিলে প্রথমে শিশুটিকে অপহরণ করে এবং পরে বিদেশে পাচারের উদ্দেশ্যে চিটাগংয়ের দিকে নিয়ে যায়।”

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন