২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে মুক্তমঞ্চ উন্মুক্ত হচ্ছে আগামীকাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৬ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৮

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ সম্পন্ন মুক্তমঞ্চ অবশেষে কাল বৃহস্পতিবার জনসাধারণের জন্যে উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মুক্তমঞ্চ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে- ভাণ্ডারিয়া পৌর শহরের থানা ও থানা পার্ক সংলগ্ন দক্ষিণ শিয়ালকাঠী পোনী নদীর পশ্চিম তীরে ৫০ শতক জমির জুড়ে উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ নির্মাণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রকল্পে ১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়। চলতি বছর শুরুর দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়ে সম্প্রতি এর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষে এখানে শিল্পকলা ভবন, ৬০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্যালারি, প্রশিক্ষণ সেন্টার, দুইটি ড্রেসিং রুম, ভিআইপি কক্ষ, ৬টি টয়লেটসহ বেশ কিছু স্থাপনা গড়ে তোলা হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী বলেন, এ মুক্তমঞ্চ ঘিরে এলাকার সংস্কৃতি বিকাশের সুযোগ ঘটবে। সেই সাথে জনমানুষের বিনোদনেরও সুযোগ সৃষ্টি হবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন