২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রতিস্থাপনের জন্য ড্রোনে নেওয়া হলো ফুসফুস!

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২১

একসময় ড্রোন বলতে শুধু মনুষ্যবিহীন যুদ্ধবিমান বোঝালেও বর্তমানে ড্রোনের সাহায্যে সিনেমার শুটিং থেকে শুরু করে খাবার ডেলিভারি পর্যন্ত দেওয়া হয়। এবার এই ড্রোন দিয়ে রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য ফুসফুস উড়িয়ে আনা হলো হাসপাতালে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে কানাডার টরন্টো শহরে এ ঘটনা ঘটে। সফল অস্ত্রোপচারের পর ওই রোগী বর্তমানে সুস্থ আছেন।

শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ড্রোনে ফুসফুস পরিবহন করে এনে প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম।
প্রতিবেদনে বলা হয়েছে, টরন্টোর ওয়েস্টার্ন হাসপাতাল থেকে ফুসফুস উড়িয়ে নেওয়া হয় এক কিলোমিটার দূরের টরন্টো জেনারেল হাসপাতালে। সাড়ে ১৫ কেজি ওজনের ড্রোনটির ওই পথ পাড়ি দিতে সময় লেগেছে ১০ মিনিটের কম সময়। ড্রোনের সঙ্গে যুক্ত একটি হিমায়িত কালো কন্টেইনারের ভেতর ফুসফুসটি রাখা ছিল। ওই হিমায়িত কন্টেইনার ফুসফুসের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করেছে।

কিউবেকভিত্তিক প্রতিষ্ঠান ইউনিডার বায়োইলেকট্রনিকস ওই কার্বন ফাইবার ইলেক্ট্রিক ড্রোন নির্মাণ করেছে। স্বচালিত হলেও চিকিৎসক আর প্রকৌশলীরা উড্ডয়নের পর ড্রোনটির ওপর সতর্ক দৃষ্টি রেখেছিলেন।

এর আগে ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেবার ড্রোনে উড়িয়ে আনা হয়েছিল কিডনি।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন