২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ববিতে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর, আবেদন ১লা সেপ্টেম্বর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৬ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০১৯

ওবায়দুর রহমান:: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও  ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে । গতকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্যপ্রকাশ করা হয়।১ লা  সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে । আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্তটাকা জমা দেওয়ার যাবে।

১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানবিক অনুষদের অর্থাৎ  বি ইউনিটের  পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত‘সি ইউনিট’ ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের ‘এ ইউনিট’ শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষা  অনুষ্ঠিত হবে।

বিগত বছরের ন্যায় এবারো থাকছে না ‘ডি ইউনিট’।তবে নিজ বিভাগে আবেদন করে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের ২৪টি বিভাগের প্রায় ১৫’শ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.admission.eis.bu.ac.bd  এ পাওয়া যাবে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন