২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের ইলেকট্রিক কোম্পানি এমইপিকে ২০ হাজার টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৩ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের ইলেকট্রিক কোম্পানি (মোহাম্মদী ওয়্যারস অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড) এমইপিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই অর্থদণ্ডের আদেশ দেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট জয়দেব চক্রবর্তী।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানিয়েছে- নির্বাহী ম্যাজিস্ট্রট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির হাটখোলা শাখা অফিসে অভিযান পরিচালিত হয়।

এ সময় কারখানায় শ্রমিক সুরক্ষা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকা, কারখানায় ধুলা-ময়লা থাকা, ইমারজেন্সি এক্সিট পথ পর্যাপ্ত না থাকা, শিশু শ্রম, ইলেকট্রিক ওয়ারিং ত্রুটিপূর্ণ, ওয়েস্ট বিন না থাকা, বেতন বৈসম্যসহ নানা ত্রুটি পাওয়া যায়।

এই অপরাধে প্রতিষ্ঠানটির হাটখোলা শাখার সহকারী ব্যবস্থাপক মো. আরিফুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়দেব চক্রবর্তী বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন