২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল নৌ পুলিশের অভিযানে ২১ জেলে আটক, জেল জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৬ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোশারেফ হোসেন তাদের বিরুদ্ধে জেল জরিমানার আদেশ দেন।

এর আগে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ও ইলিশসহ এই ২১ জেলেকে আটক করে নৌ সদর থানা পুলিশ।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করে জানান- আটক জেলেদের সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের মধ্যে ৫ জনকে এক বছর ও ১০ জনকে ৩ মাস এবং বাকি ৬ জেলের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করে মুক্তি দেন।

এছাড়া অভিযানে উদ্ধার জাল আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলার পাশাপাশি উদ্ধার ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান ওসি।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন