২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে পেঁয়াজ ব্যবাসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল নগরীর প্রধান মোকাম পেঁয়াজ পট্টিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন আড়তে পেঁয়াজের ক্রয়-বিক্রয় মেমো যাচাই করেন। এ সময় তালিকায় পেঁয়াজের মূল্য বাড়তি থাকায় বিক্রমপুর বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে চালের প্রধান মোকাম চাউলপট্টিতে অভিযান চালিয়ে চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় চাল আড়তদার রানা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ ঊর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন