২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বান্দরবানে সশস্ত্র দুই সন্ত্রাসী দলের গোলাগুলি, নিহত ৬

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের ৬ সদস্য নিহত হন। তারা হলেন- প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন, নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।

জেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা বলেন, আমরা ঘটনাস্থলে ৬ জনের লাশ দেখেছি। গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌছে নিহতদের নাম জানানো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সেই সাথে ঘটনাস্থলেও সেনাবাহিনী পৌছে যান। এলাকায় মানুষ মনে করেন রাজনৈতিক দল গুলো বিরোধিতার বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন