২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ০৪ জুলাই ২০২২

বাবুগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতার খরিফ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি ভবনে সোমবার (৪ জুলাই) ওই উচ্চ ফলনশীল উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসির উদ্দিন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সৈয়দ ফারুকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসির উদ্দিন জানান, চলতি খরিফ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে মোট ৬০০ জন কৃষককে সরকারি এ প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন