২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে দ্বিতীয় দফায় সরকারি বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৭ পূর্বাহ্ণ, ০৬ এপ্রিল ২০২০

“বাবুগঞ্জে দ্বিতীয় দফায় সরকারি বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু”

আরিফ আহমেদ মুন্না ➤  করোনাভাইরাসের প্রভাবে বাবুগঞ্জে কর্মহীন হয়ে পড়া দরিদ্র-অসহায় শ্রমজীবী মানুষের জন্য দ্বিতীয় দফায় সরকারি বরাদ্দের বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার বিকেলে বাবুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবনের সামনে উপস্থিত কয়েকজন দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণের মাধ্যমে দ্বিতীয় কিস্তির ওই খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খান, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত কয়েকজন হতদরিদ্র শ্রমজীবী নারীপুরুষকে চাল, ডাল, আলু ও লবনসহ জনপ্রতি মোট ১৪ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিতীয় কিস্তিতে বরাদ্দ পাওয়া ৫ মে.টন চালের সঙ্গে বাবুগঞ্জ উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে আরো দেড় লাখ টাকা বরাদ্দ করে তা দিয়ে ডাল, আলু ও লবন কিনে জনপ্রতি ১৪ কেজি করে ওই খাদ্যসামগ্রীর প্যাকেট করেছি। দ্বিতীয় দফায় প্রস্তুতকৃত মোট ৫০০ প্যাকেট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলার ৬ ইউনিয়নে ভাগ করে আগামীকাল থেকে হতদরিদ্র মানুষের বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেবো।’

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার নুসরাত জাহান খান বলেন, ‘বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এর আগে প্রথম দফায় সরকারি বরাদ্দের ৩ মে.টন চালের সাথে ৫০ হাজার টাকা দিয়ে ডাল ও আলু কিনে জনপ্রতি ১৩ কেজি করে খাদ্যসামগ্রীর ৩০০ প্যাকেট তৈরি করে সেগুলো সফলভাবে বিতরণ করা হয়েছে। আমরা প্রকৃত হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের বাড়িবাড়ি গিয়ে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।’

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন