২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বাবুগঞ্জে সাংবাদিকদের সম্মানে আওয়ামী লীগ সভাপতির ইফতার

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ০৮ এপ্রিল ২০২৪

আরিফ আহমেদ মুন্না বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। এসময় ইফতারপূর্ব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ইফতারপূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন নয়নের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুণ, সাবেক সহ-সভাপতি ও আলোকিত কণ্ঠ পত্রিকার সম্পাদক সাইফুল রহিম প্রমুখ।

আওয়ামী লীগ সভাপতির ওই ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিসুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান সুরুজ সিকদার, দফতর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ-দফতর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু আকন, যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন বেপারী, যুবলীগ নেতা কাজী সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ওবায়দুল হক জুয়েল, জহিরুল ইসলাম মুরাদ, আলিফ হাসান সাব্বির প্রমুখ।

এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মনোয়ার হোসেন মাস্টার, দেলোয়ার হোসেন রাসেল, রোকন মিয়া, রুবেল সরদার, রফিকুল ইসলাম রনি, নুরে আলম, কাওছার মাহমুদ মুন্না, আবু হানিফ ফকির, রহমতুল্লাহ রুবেল, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, শাহিন মাহমুদ, মহিউদ্দিন খান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন বলেন, ‘দেশে এখন আর বিরোধী দল নেই। সেক্ষেত্রে সাংবাদিকেরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক নেতাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে পারে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারও পক্ষে-বিপক্ষে না গিয়ে সত্যকে তুলে ধরতে হবে। সাংবাদিকেরা বিভিন্ন সময়ে আমার বিপক্ষে লিখেছেন। আমার বিরুদ্ধে দুদকে মামলা পর্যন্ত করিয়েছেন এক প্রভাবশালী জাতীয় নেতা। কিন্তু তদন্তের পরে সবকিছু যখন মিথ্যা প্রমাণিত হয়েছে তখন সমাজের চোখে তারাই ছোট হয়েছেন। এতে আমার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বরিশাল-৩ আসনে মনোনয়ন দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকবে না সেহেতু সর্বস্তরের নেতাকর্মীদের ইচ্ছায় আমি আবার উপজেলা নির্বাচনে প্রার্থী হলাম।’ #

416 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন