২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিনা খরচেই বাড়ি করেছেন আমু!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১১ পূর্বাহ্ণ, ০৫ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার হলফনামায় নিজ নামে দুটি বাড়ির অবস্থান দেখিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলোএসব বাড়ি তৈরির কোনো খরচ তিনি তাতে দেখাননি। এ ছাড়া গত পাঁচ বছরে শেয়ারবাজারে তার সম্পদ বেড়েছে প্রায় ২৬ গুণ।

গত নির্বাচনের সময় হলফনামায় আমির হোসেন আমুর অকৃষিজমির মূল্য ৯৪ লাখ টাকা দেখানো হয়েছিল। কিন্তু তখন ওই জমিতে কোনো বাড়ি বা দালান ছিল না তার। কিন্তু সাম্প্রতিক হলফনামায় তিনি সেই জমিতে নিজের নামে দুটি বাড়ি থাকার কথা উল্লেখ করেছেন। জমিসহ এর মূল্য দেখানো হয়েছে ৯৪ লাখ টাকা। অর্থাৎ জমির দাম একই থাকলেও বাড়ির মূল্য তাতে দেখানো হয়নি। এ ছাড়া শেয়ারবাজার, ঋণপত্র ইত্যাদি থেকেও তার সম্পদ প্রায় ২৬ গুণ বেড়েছে। এ খাতে তার সম্পদের পরিমাণ প্রায় ৫২ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকা হয়েছে। অথচ আগের হলফনামায় এতে তার সম্পদ ছিল মাত্র ২ লাখ টাকা।

শেয়ারবাজার, ব্যাংক আমানত থেকে আমুর আয়ও প্রায় ১১ গুণ বেড়েছে। বর্তমানে এই খাতে তার আয় ৫২ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকা হলেও আগে তা ছিল ৭ লাখ ৬২ হাজার ১৮৭ টাকা। কৃষি খাত, বাড়ি ও দোকান ভাড়া থেকে তার আয় ১৩ লাখ ৪৩ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে। এমনকি তার উৎসহীন আয়ও বেড়েছে ২৮৬ শতাংশ। আগে তার উৎসহীন আয় ছিল ৪ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬০ হাজার ৫৭৩ টাকা।

অস্থাবর সম্পত্তিতে তার নগদ অর্থ ২ লাখ ৭৫ হাজার থেকে ৫ লাখ টাকা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ ১ কোটি ৫২ লাখ ৯ হাজার ২১৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা। এ ছাড়া তার রয়েছে ৫ লাখ টাকার বিভিন্ন যানবাহন, ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ২ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন