২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় তারাবির নামাজের সময় মসজিদে হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ২৩ মে ২০২০

বার্তা প্রতিবেদক, ভোলা :: ভোলার চরফ্যাশনে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচার চরমানিকার রুহুল আমীন চেয়ারম্যান বাজার জামে মসজিদে ইউপি সদস্য আবদুল মন্নানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,পারিবারিক কলহের জের ধরে ইউপি সদস্য আবদুল মন্নানের নেতৃত্বে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালানো হয়। এতে মুসল্লিরা নামাজ ছেড়ে পালিয়ে যায়। মসজিদের মালামাল ভাংচুর করা হয়। দক্ষিণ আইচা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মসজিদ কমিটির সহ-সভাপতি কামাল চৌধুরী বলেন, নামাজ কেবল অর্ধেক পড়া হয়েছে, এ অবস্থায় ইউপি সদস্য আবদুল মান্নান হামলা চালিয়ে মুসল্লিদের মাঝে আতংক সৃষ্টি করে। মসজিদের অনেক কিছু ভাংচুর করেছে। পুলিশ মসজিদের ভাংচুর করা মালামাল থানায় নিয়ে গেছে।

তবে চরমানিকা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাসুর জামালের নেতৃত্বে আমার বোন কামরুন নাহারকে পিটানো হয়। এ বিষয়ে আমার সঙ্গে মসজিদের বাহিরে তাদের কথা কাটাকাটি হয়েছে। ওসি সাহেব বিষয়টি জানেন।

দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ইউপি সদস্য মন্নানের বোনকে মারধর করা নিয়ে ঘটনার সূত্রপাত। শনিবার মসজিদ কমিটির সভাপতি মাধ্যমে বিষয়টি ফয়সালা হবে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন