২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ‘ইন হাউজ’ প্রশিক্ষণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অংশগ্রহণে এক ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মিরুখালী স্কুল এণ্ড কলেজের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক্ষকদের এ ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক অংশ নেন।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। এ সময় ইউএনও করোনা মহামারিতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকায় অবতীর্ণ হয়ে পাঠদানে মনোযোগী হওয়ার আহবান জানান।

পরে সেখানে স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও মুক্তিযোদ্ধা পংকজ কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য দেন, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, পরিচালনা পরিষদের সদস্য মজিবর রহমান, জাকির হোসেন ও গোলাম মোস্তফা খান প্রমূখ। আলোচনা সভা শেষে কলেজের সবুজ চত্বরে প্রধান অতিথি ইউএনও উর্মি ভৌমিক একটি ফলদ গাছের চারা রোপণ করেন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন