২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মঠবাড়িয়ায় সিপিপি’র দিনব্যাপী কর্মশালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ১৬ জুন ২০২১

মঠবাড়িয়ায় সিপিপি’র দিনব্যাপী কর্মশালা
 মজিবর রহমান, মঠবাড়িয়া >> পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) ‘‘আমরা উপকূলবাসী দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি’’ এ প্রাতিপাদ্য নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মে) সকালে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র আয়োজনে শহরের সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র উপজেলা টিম লিডার ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা আরাফাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার, ইউনিয়ন টিম লিডার জাকির হোসেন, ইউনুচ মিয়া, আঃ কুদ্দুস মাস্টার, পৌর টিম লিডার আবুল কালাম আজাদ ও বশির মৃধা প্রমুখ।
কর্মশালায় উপকূলীয় এলাকায় দুুুর্যোগকালীন করণীয় বিষয় নিয়ে ৮৫ জন ইউনিয়ন টিম লিডার ও ভলান্টিয়ারদের দুর্যোগ মোকাবেলায় দিক নির্দেশনা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।
8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন